অষ্ট্রেলিয়া থেকে মনির আহমেদ

অষ্ট্রেলিয়া থেকে মনির আহমেদ

Monir Ahmed
1


পৃথিবীতে অধিকাংশ মানুষই অসাধারন মেধা বা দক্ষতা নিয়ে জন্মগ্রহন করে না। তথাপি, বহু মানুষ তাদের জীবনে সফলতা অর্জন করেছেন। বর্তমান আধুনিক বিশ্বে আমাদের শুধু জীবনধারন করা থেকে দেশ, জাতি ও সমাজের অধিকতর কল্যানের জন্য আরও বেশি আত্ম নিয়োগ করতে হবে। ভাল কাজের কথা চিন্তা করলেও ভাল ফল পাওয়া যায়। সর্বজনীন গ্রহনযোগ্যতা অর্জন হয়তো বেশ কঠিন। তবে নিজেকে নিজের কাছে গ্রহনযোগ্য করে তুলতে পারলে, অপরের কাছেও আপনার গ্রহনযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে। যেকোন কাজ ভেবে-চিন্তে করা উচিত, কারন তাড়াতাড়ি করে সম্পাদিত কাজে ভূল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে কোন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ আপনার সরব উপস্থিতি উক্ত কাজকে সুসম্পন্ন করতে সহায়তা করে। যেকোন মহৎ কর্মে সাহায্য প্রার্থনা ও সকলের অংশগ্রহন উক্ত কাজকে আরও সফল ও সার্থক করে তোলে।

https://redcircle.com/shows/children-must-be-taught-how-to-think